১৭ মার্চ, ২০১৮ ০৩:০৬

আসলে আবেগ ধরে রাখতে পারিনি : সাকিব

অনলাইন ডেস্ক

আসলে আবেগ ধরে রাখতে পারিনি : সাকিব

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে হারলেই ত্রিদেশীয় সিরিজ থেকে নিতে হবে বিদায়। এমন কঠিন সমীকরণ সামনে রেখে শুক্রবার কলম্বোর প্রেমাদাসায় খেলতে নামে বাংলাদেশ। 

ম্যাচে টসে জিতে বোলিংয়ে নেমে ৪১ রানে শ্রীলংকার ৫ উইকেট তুলে নিয়ে চাপের মধ্যে ফেলে দেয় বাংলাদেশ। সেই চাপ সামলিয়ে শেষ পর্যন্ত ১৫৯ রান করেন স্বাগতিকরা।

জবাবে ব্যাট করতে নামে সাকিবরা। টার্গেট তাড়া করতে নেমে ৩৩ রানে দুই উইকেট হারিয়ে বাংলাদেশও চাপে পড়ে যায়। তৃতীয় উইকেট ৬৪ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান তামিম-মুশফিক। এরপর ১২ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা।

ম্যাচে নাটক শুরু হয় শেষ ওভারে। নো বলের সেই নাটকের একটা পর্যায়ে ক্রিকেটারদের খেলা ছেড়ে দিয়ে মাঠ থেকে চলে আসতে বলেন অধিনায়ক সাকিব। যদিও রিয়াদ নিজের উপর আস্থা রেখে ম্যাচ শেষ করতে ফের ব্যাটিং করেন। ১ বল হাতে রেখেই ছক্কা মেরে দলেকে এনে দেন সেই কাঙ্ক্ষিত জয়।

খেলা শেষে সাকিব বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে, অনেক বেশি উত্তেজনা, অনেক আবেগ এখানে থাকে। যে কারণে আপনি বেশি আশা করতে পারবেন না। এজন্য শ্রীলঙ্কাকে ক্রেডিট দিতে হয়। তাদের দ্রুত পাঁচ উইকেট তুলে নিয়েছি আমরা। আবার আমরা ব্যাটিংয়ে শুরুতে উইকেট হারিয়ে স্নায়ু চাপে পড়ে গিয়েছিলাম। সেই চাপ সামলিয়ে খেলায় ফিরে আবারও চাপের মুখে পড়েছি। তবে আমরা আমাদের স্নায়ুচাপ সামলিয়ে খেলতে পেরেছি।'

নো বলের সেই নাটক নিয়ে সাকিব বলেন, মাঠে আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কিন্তু মাঠের বাইরে আমরা ক্রিকেটাররা একে অপরের বন্ধুর মতো। আসলে আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি। বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে ভবিষ্যতে আমাকে আরও সতর্ক থাকতে হবে।

বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর