১৭ মার্চ, ২০১৮ ০৩:২০

বাংলাদেশের জয়ে অঝরে কাঁদলেন টাইগার ভক্তরা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের জয়ে অঝরে কাঁদলেন টাইগার ভক্তরা

চার বলে ১২ দরকার। ম্যাচে টান টান উত্তেজনা। দ্বিতীয় বলে রানআউট হয়ে গেলেন মুস্তাফিজুর রহমান। স্ট্রাইকে থাকার কথা মাহমুদুউল্লাহর। কিন্তু আম্পায়ার তাকে স্ট্রাইকে দেবেন না। এ নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান মাহমুদুউল্লাহ আর রুবেলকে উঠে আসতে বললেন।

আম্পায়ার আর ম্যাচ রেফারিসহ অন্য কর্মকর্তারা থামালেন। স্ট্রাইকে থাকলেন মাহমুদুউল্লাহই। তৃতীয় বলেই মারলেন বাউন্ডারি। চতুর্থ বলে দুই রান। আর প্রয়োজন ৬ রান। পঞ্চম বলে ইসুরু আদানাকে ছক্কা মেরেই বাংলাদেশকে দুই উইকেটের ব্যবধানে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর গ্যালারিতে বাংলাদেশি সমর্থককেই কান্নাকাটি করতে দেখা যায়। এমন একটি ছবি টাইগার ক্রিকেটার সৌম্য সরকারের ফেসবুক পেইজে আপ করা হয়েছে।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে, আমাদের জন্য এটা শুধু ক্রিকেট নয়। আমাদের আবেগ, ভালোবাসা, জীবন, আমাদের সবকিছু।

বিডি প্রতিদিন/১৭ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর