১৭ মার্চ, ২০১৮ ০৮:৫৮

ব্যাট হাতে 'বুড়ো' আফ্রিদির তাণ্ডব!

অনলাইন ডেস্ক

ব্যাট হাতে 'বুড়ো' আফ্রিদির তাণ্ডব!

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় নিজের স্বভাবসুলভ ব্যাটিংয়ের ধারা বজায় রেখেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। এরই মধ্যে পাকিস্তান সুপার লিগে অনন্য এক কীর্তি গড়ে ফেলেছেন তিনি। টুর্নামেন্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ বলে ৪টি ছক্কা হাঁকিয়েছেন ৪০ ছুঁইছুঁই এই অলরাউন্ডার।

পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির বিপক্ষে এ কীর্তি গড়েন এই তারকা ক্রিকেটার। যদিও তার মারমুখী ব্যাটিংও জেতাতে পারেনি করাচি কিংসকে। পেশোয়ার জালমি ৪৪ রানে ম্যাচ জিতে নেয়। 

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আফ্রিদির ব্যাটিংয়ে জয়ের আশা জেগেছিল করাচির সাজঘরে। ১৯ বছরের পাকিস্তানি পেসার সামিন গুলের তিনটি বলে তিনটি ছক্কা হাঁকান আফ্রিদি। পরের ওভারে অফ স্পিনার লিয়াম ডসনের বলে আবারও ছক্কা মারেন তিনি। পিএসএল-এ টানা চার বলে চারটি ছক্কা মারার রেকর্ড আগে কেউ গড়েননি। বুড়ো বয়সে এসে আফ্রিদি গড়লেন সেই রেকর্ড।


বিডি-প্রতিদিন/১৭ মার্চ, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর