১৭ মার্চ, ২০১৮ ১২:১৬

'নো' না দেওয়ায় ক্ষোভ দেখান রিয়াদ-সাকিব

অনলাইন ডেস্ক

'নো' না দেওয়ায় ক্ষোভ দেখান রিয়াদ-সাকিব

লেগ আম্পায়ার নো বলের সংকেত দিলেও শ্রীলংকার ক্রিকেটারদের প্রতিবাদের মুখে তা প্রত্যাহার করায় ক্ষোভে ফেটে পড়েন ব্যাটসম্যান মাহমুদ উল্লাহ রিয়াদ ও অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলংকার প্রেমাদাসা স্টেডিয়ামের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ শেষ ওভার খেলছিল। বাংলাদেশের দরকার ছিল ১২ রান। প্রথম বলটি ছিল বাউন্সার। এরপর মাহমুদ উল্লাহকে স্ট্রাইক দিতে গিয়ে রান আউট হন মুস্তাফিজ।

নিয়ম অনুযায়ী, টি-টোয়েন্টিতে একটির বেশি বাউন্সার দিলে ‘নো’। মুস্তাফিজ যখন ফিরছেন, মাহমুদউল্লাহ লেগ আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন। আম্পায়ার ‘নো’ বলের সংকেত দেন।

এর প্রতিবাদ করেন লঙ্কান ক্রিকেটাররা। তারা আম্পায়ারকে ঘিরে ধরেন। লেগ আম্পায়ার গিয়ে মূল আম্পায়ারের সঙ্গে আলোচনা করে ‘নো’ তুলে নেন।

নো তুলে নেওয়ার প্রতিবাদ করেন মাহমুদউল্লাহ। মাঠের বাইরে ক্ষোভে ফেটে পড়েন সাকিব। এর মাঝেই সাকিব ইশারা দেন দলের কম্পিউটার অ্যানালিস্টকে। তিনি রিপ্লে দেখে সাকিবকে জানান বল কাঁধের ওপর ছিল। এবার সাকিবের সঙ্গে ক্ষুব্ধ হয়ে ওঠেন দলের সবাই।

বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর