১৭ মার্চ, ২০১৮ ২২:০৫
নিদাহাস ট্রফি

প্রেমাদাসার ঘটনায় বিসিবির দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক

প্রেমাদাসার ঘটনায় বিসিবির দুঃখ প্রকাশ

নিদাহাস টি-টুয়েন্টি সিরিজে শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ ছিল উত্তেজনা ঠাসা। ম্যাচে শেষ পর্যন্ত দুই উইকেটে জয় পায় বাংলাদেশ। তবে মাঠে নানা বিতর্কে জড়িয়েছেন দুই দলের ক্রিকেটাররা। যেখানে বাংলাদেশি ক্রিকেটারদের শারীরিক ভাষা নিয়ে উঠেছে প্রশ্ন। 

এদিকে, আইসিসি সাকিব আল হাসান ও নুরুল হাসান হোসানকে জরিমানাও করেছে। অন্যদিকে কলম্বোর প্রেমাদাসায় ঘটে যাওয়া আগের দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এই দুঃখ প্রকাশ করে।
 
সন্ধ্যায় বিসিবি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, 'শুক্রবার বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচে ঘটে যাওয়া অপ্রত্যাশিত ঘটনার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুশোচনা প্রকাশ করছে। বোর্ড স্বীকার করছে যে কিছু কিছু ক্ষেত্রে মাঠে খেলোয়াড়দের আচরণ গ্রহণযোগ্য ছিল না। আমরা বুঝতে পারছি যে ম্যাচের গুরুত্বপূর্ণ পরিস্থিতির কারণে অমন হয়েছে। চাপের সময় এমনটা হতেই পারে কিন্তু পেশাদারিত্বের মাত্রা এক্ষেত্রে প্রদর্শিত হয়নি। বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যদের সব সময়ই ক্রিকেটের স্পিরিটের প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়।'

'বিসিবি এবং শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ডের মধ্যে সাহায্য-সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘদিনের গভীর বন্ধন বিদ্যমান। এবং দুই দেশের খেলোয়াড়ারা যে সুন্দর সম্পর্ক ভাগাভাগি করবেন তা দিন দিন আরও শক্তিশালী হবে।'

'দারুণ একটা আয়োজন নিদাহাস টি-টুয়েন্টি সিরিজের সফল সমাপ্তির জন্য আমরা মুখিয়ে আছি। এটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সারা বিশ্বের ক্রিকেট ভক্তরা এটিকে ভালোভাবে নিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড যার জন্য প্রশংসার দাবি রাখে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই আয়োজনের অংশ হতে পারে গর্বিত।'

বিডি প্রতিদিন/ ১৭ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর