১৮ মার্চ, ২০১৮ ১০:২২

নিদাহাস ট্রফির ফাইনালে টাইগারদের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক

নিদাহাস ট্রফির ফাইনালে টাইগারদের সম্ভাব্য একাদশ

ফাইল ছবি

চরম উত্তেজনা ও নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে ঘরের মাঠে দর্শক করে নিদাহাস ট্রফির ফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমুখি হচ্ছে টাইগাররা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টায়। আর এই ম্যাচে সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে স্পিনার হিসেবে নিজে দুই ওভার বল করেন সাকিব। আরেক বাঁহাতি স্পিনার অপুকে কোন বলই দেননি তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হলে সাকিব বলেন, দু্ই বাঁহাতি ব্যাটসম্যানের জন্যই বাঁহাতি স্পিনার আনা হয়নি। 

আর এই ধারণা থেকেই বলা যায় আজকের ম্যাচে হয়তো বাদ পড়তে পারেন নাজমুল ইসলাম অপু। কেননা ভারতীয় টপ অর্ডারের রোহিত শর্মা ছাড়া অধিকাংশ ব্যাটসম্যানই বাঁহাতি। তাই অপুর পরিবর্তে একাদশে দেখা যেতে পারে বার বার সুযোগ পাওয়ার সম্ভাবনা গড়ে তোলা আরিফুল হককে। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

১. তামিম ইকবাল 
২. লিটন দাস 
৩. সাব্বির 
৪. সাকিব 
৫. সৌম্য সরকার 
৬. মুশফিকুর রহিম 
৭. মাহমুদউল্লাহ রিয়াদ 
৮. আরিফুল হক 
৯. মেহেদী হাসান মিরাজ 
১০. রুবেল হোসেন 
১১. মুস্তাফিজুর রহমান

বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর