১৮ মার্চ, ২০১৮ ১২:৩০

ফাইনালের আগে ভক্তের বাড়িতে রোহিত

অনলাইন ডেস্ক

ফাইনালের আগে ভক্তের বাড়িতে রোহিত

ফাইল ছবি

শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত-বাংলাদেশ। দুই টিমই তাদের সেরাটা দিয়ে শিরোপা ঘরে তুলতে চায়। তারই জের ধরে শনিবার সাংবাদিক সম্মেলনে এসে ভারতীয় দলের উইকেটকিপার দীনেশ কার্তিক বলেন, ‘‘বাংলাদেশ অবশ্যই কঠিন প্রতিপক্ষ। ওদের লড়াকু মেজাজটা দেখার মতো। তবে আমরা নিজেদের লক্ষ্যে অনড়ই রয়েছি। ওদের বিরুদ্ধে শেষ দুই ম্যাচে যে ক্রিকেট খেলেছি, সেটাই ধরে রাখতে পারলে সাফল্য আসবে।’’

তবে রবিবারের ফাইনাল নিয়ে খুব বেশি উদ্বেগ্ন নন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি সময় কাটান শ্রীলঙ্কার তার ভক্ত মোহাম্মদ নিলমের সঙ্গে। গত ডিসেম্বরে এই ভক্তের সঙ্গে দেখা হয় রোহিতের। সেই সময় তিনি জানতে পারেন, নিলমের বাবা ক্যানসার রোগে আক্রান্ত। তাই খেলার ফাঁকে ভারত অধিনায়ক কলম্বোয় নিলমের বাড়িতে গিয়েছিলেন। সকলকে চমকে দিয়েই রোহিত সেখানে উপস্থিত হন। পরে তিনি বলেন, ‘‘নিলমকে কয়েক বছর ধরে আমি চিনি। গত বছর ভারত সফরের সময় ও এসে আমাকে ওর বাবার রোগের কথা বলেছিল। তখনই আমি জানাই, কলম্বোেত আবার খেলতে যাওয়ার কথা রয়েছে। সেই সময় তোমার সঙ্গে দেখা করব।’’

বিডি প্রতিদিন/১৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর