১৮ মার্চ, ২০১৮ ১৬:৪৮

খেলার মাঠে বিড়ালের তাণ্ডব!

অনলাইন ডেস্ক

খেলার মাঠে বিড়ালের তাণ্ডব!

মাঠে বিড়াল ঢুকল! খেলা থেমে গেল! এতেই ক্ষুব্ধ উয়েফা! সরাসরি ম্যাচ আয়োজনে ব্যর্থতার অভিযোগ উঠে গেছে বেসিকতাসের বিরুদ্ধে। সামনের মৌসুমে কোনও উয়েফা টুর্নামেন্টে তুরস্কের নামি ক্লাবটিকে খেলতে না দেখা গেলে আশ্চর্য হওয়ার কিছু নেই।

গত বছরেও ম্যাচ আয়োজনে খামতি থাকার অভিযোগ উঠেছিল। তবে তখন কেবলমাত্র সতর্কবার্তা দিয়েই ছেড়ে দেওয়া হয়েছিল বেসিকতাসকে। তবে সেই ভুলের পুনরাবৃত্তি এবারেও। ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ! বেসিকতাস বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচে জার্মান ক্লাবটি দুই পর্ব মিলিয়ে ৮-১ ব্যবধানে জিতে শেষ আটে পৌঁছনো নিশ্চিত করে।

প্রথম পর্ব বায়ার্ন হোম ম্যাচে পাঁচ গোলে বিদ্ধ করেছিল বেসিকতাসকে। অ্যাওয়ে ম্যাচে তুরস্কে খেলতে এসেও ৩-১ গোলে জিতে যায় জাপ হেইকেন্সের দল। তবে হারের মধ্যে নুনেরস ছিটে দিয়ে যায় এক বিড়াল। ম্যাচ চলাকালে মাঠের মধ্যে ঢুকে পড়ে একটি বিড়াল। গোটা মাঠে চক্কর কাটে অনাহূত বিড়ালটি। বিড়ালের দৌরাত্ম্যে ম্যাচ কিছুক্ষণ বন্ধও থাকে।

এতেই অবশ্য শেষ নয়। ম্যাচের শেষ লগ্নে বায়ার্ন মিউনিখের জয় যখন নিশ্চিত তখনই গ্যালারি থেকে জার্মান ক্লাবের ফুটবলারদের উদ্দেশ্য করে জলের বোতল, জুতা এবং আতশবাজি। ম্যাচ আয়োজনে এমন একাধিক ত্রুটিতে রাগে ফুঁসছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

উয়েফা রীতিমতো জানিয়ে দিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ আয়োজন করতে ব্যর্থ বেসিকতাস।
এতেই সিঁদুরে মেঘ দেখছেন বেসিকতাস ভক্তরা। সামনের মৌসুমে হয়তো নির্বাসনেও পাঠানো হতে পারে তুর্কি ক্লাবটিকে।

বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর