১৮ মার্চ, ২০১৮ ১৮:১৯

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন সাকিব

অনলাইন ডেস্ক

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন সাকিব

কিছুক্ষণ পরই মাঠ গড়াবে নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচ। ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।  

রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। 

তবে আজকের ম্যাচে খেলোয়াড়দের উপর কোনো চাপ নেই বলেই জানিয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর থেকে বাংলাদেশ দল কোন ধরনের চাপ নিচ্ছে না। খেলোয়াড়রা খোশ মেজাজে রয়েছে। তাদের মধ্যে ফাইনাল ম্যাচ বলে আলাদা কোন চাপ নেই।

তিনি আরও বলেন, আমরা পুরো সিরিজটা যেভাবে সামলে এসেছি ফাইনালটাও সেভাবে সামলাতে চাই। দল এখন পর্যন্ত যেভাবে আছে সে রকম চাপমুক্ত থাকলেই আমাদের জন্য ভালো।

বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, আমরা ভারতের বিপক্ষের ম্যাচটা বড় কোন ফাইনাল বলে মনে করছি না। এটা মাথায় আনলেই দল চাপে পড়ে যাবে। এই চাপটা না নিলেই দল ভালো খেলবে। ভারতের ব্যাটসম্যানরা অনেক অভিজ্ঞ। আমরা জানি তারা মাঠে কী করতে পারে। কিন্তু আমরা ব্যাট হাতে তাদের রান করাটা সহজ হতে দেব না।

বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর