১৮ মার্চ, ২০১৮ ১৯:০৮

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিদাহাস ট্রফির ফাইনালে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ভারত। রবিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে এক উইকেট হারিয়ে ২৭ রান করছে বাংলাদেশ।
 
স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষে ভারত ও বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করেছে শ্রীলঙ্কা। সেই ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। তাই এই ম্যাচে স্বাগতিকদের দর্শকের ভূমিকায়ই থাকতে হচ্ছে। 
 
এর আগে ২০০৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ, ২০১২ এশিয়া কাপ, ২০১৬ এশিয়া কাপ (টি-টোয়েন্টি), ২০১৮ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে ওঠে বাংলাদেশ। তবে তিনবারই তাদের শিরোপা স্বপ্ন ভঙ্গ হয়েছে। এবার সেই অধরাকে ধরতেই মাঠে নামছে সাকিব বাহিনী। 

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান, মাহমুদ উল্লাহ, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান মিরাজ।

ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চেহেল, বিজয় শঙ্কর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট।

বিডি প্রতিদিন/১৮ মার্চ ২০১৮/আরাফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর