১৯ মার্চ, ২০১৮ ১২:১০

দেশে ফিরলেন টাইগাররা

অনলাইন ডেস্ক

দেশে ফিরলেন টাইগাররা

ফাইল ছবি

নিদাহাস ট্রফির মিশন শেষে সোমবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সকাল সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন টাইগাররা।

এর আগে, ৪ মার্চ দেশ ছেড়েছিল কোচ কোর্টনি ওয়ালশ ও তার শিষ্যরা। শ্রীলঙ্কা, ভারত ও বাংলাদেশের অংশগ্রহনে তিন জাতির টুর্নামেন্টে ৮ মার্চ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে  প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ২শ রান টপকে (২১৫ টার্গেট) রেকর্ডময় জয় তুলে নেয় টাইগাররা। সে ম্যাচে মুশফিকুর রহিম ৩৫ বলে করেন ৭২ রান।

১৪ মার্চ তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে আবার হোঁচট খেলেও ১৬ মার্চ অঘোষিত ফাইনালে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে (১৮ বলে ৪৩) স্বাগতিক লঙ্কানদের দেয়া ১৬০ রানের লক্ষ্য টপকে টুর্নামেন্টের ফাইনালে ওঠে টাইগাররা।

আর ফাইনালে ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশকে বিপক্ষে জয় তুলে শিরোপা জিতে নেয় টিম ইন্ডিয়া।

বিডি প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর