১৯ মার্চ, ২০১৮ ১৪:১৫

ছেলেরা বীরের মতো খেলেছে: পাপন

অনলাইন ডেস্ক

ছেলেরা বীরের মতো খেলেছে: পাপন

ফাইল ছবি

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ফাইনালের শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ বলে ছক্কা মেরে বাংলাদেশকে চার উইকেটে হারিয়েছে ভারত। ম্যাচের শেষ দুই ওভারে বাংলাদেশ ও জয়ের মাঝে দাঁড়িয়ে ছিলেন ভারতের দিনেশ কার্তিক। আর তার ব্যাটেই অবিশ্বাস্য জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের চোখে, বীরের মতোই খেলেছে টাইগাররা।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শেষে সোমবার সকাল সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিম বাংলাদেশ। টাইগারদের স্বাগত জানাতে এয়ারপোর্টে ছিলেন বোর্ড প্রধান পাপন। ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার এতো কাছে এসে হেরে গেলেও দলের পারফরম্যান্স নিয়ে গর্বিত তিনি।

এসময় বোর্ড প্রধান বলেন, ‘ছেলেরা বীরের মতো খেলেছে। এটা ঠিক ভারতের কাছে হেরেছে। ছেলেদের কষ্টটা আমি দেখেছি। হারের পর ওরা ভেঙে পড়েছিল। মানসিক অবস্থা খুব নাজুক ছিল। খেলায় হার-জিত থাকবেই। এক দল জিতবে এক দল হারবে। প্রত্যেকটা ম্যাচেই বাংলাদেশ বীরের মতো খেলেছে।’

বিডি প্রতিদিন/১৯ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর