২০ মার্চ, ২০১৮ ০৪:৩৭

স্টোকস ফেরায় ইংল্যান্ডের আত্মবিশ্বাস বেড়েছে : মঈন আলী

অনলাইন ডেস্ক

স্টোকস ফেরায় ইংল্যান্ডের আত্মবিশ্বাস বেড়েছে : মঈন আলী

ফাইল ছবি

অলরাউন্ডার বেন স্টোকস ফেরায় ইংল্যান্ড ক্রিকেট দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে মনে করেন দলটির স্পিন অলরাউন্ডার মঈন আলী। নিউজিল্যান্ডের বিপক্ষে দু’ম্যাচের টেস্ট সিরিজের আগে এমন মন্তব্য করেন তিনি। 

মঈন বলেন, ‘স্টোকস ফেরাতে দলের মধ্যে ভারসাম্য এসেছে। ইংল্যান্ডের সেরা খেলোয়াড়দের একজন সে। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করার ব্যাপারেও আত্মবিশ্বাসী দল।’

গত সেপ্টেম্বরে ব্রিস্টলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে রাতে পানশালার বাইরে মারামারির ঘটনায় লিপ্ত হলে স্টোকসকে জাতীয় দলে সাময়িকভাবে নিষিদ্ধ করে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন স্টোকস। অবশেষে গত ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও দলে ফিরেন তিনি। ওই সিরিজে ব্যাট হাতে ১৪১ রান ও বল হাতে ৫ উইকেট শিকার করে ইংলিশদের ৩-২ ব্যবধানে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন স্টোকস।

ওয়ানডের পর এবার টেস্ট দলেও ডাক পেলেন স্টোকস। গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের আবারো বড় ফরম্যাটে খেলবেন তিনি। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্টোকসকে দলে পেয়ে উচ্ছসিত ইংল্যান্ডের স্পিন অলরাউন্ডার মঈন বলেন, ‘সেরা খেলোয়াড়ের অন্তর্ভুক্তি দলের মধ্যে আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। 

বিডি প্রতিদিন/২০ মার্চ ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর