২২ মার্চ, ২০১৮ ০০:০৯

রাবাদার মুক্তিতে ক্ষুব্ধ স্মিথ

অনলাইন ডেস্ক

রাবাদার মুক্তিতে ক্ষুব্ধ স্মিথ

দক্ষিণ আফ্রিকার ডান-হাতি পেসার কাগিসো রাবাদার মুক্তিতে খুশি নন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। পোর্ট এলিজাবেথে স্মিথকে ধাক্কা দিয়ে এবং দলটির সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে আউটের পর মাঠ ত্যাগের ইশারা দিয়ে দু’ম্যাচের নিষেধাজ্ঞা পান রাবাদা। তবে আপিল করায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজে খেলতে পারবেন তিনি।

এ ব্যাপারে অজি অধিনায়ক স্মিথ বলেন, ‘আইসিসি তো একটি মান নির্ধারণ করে রেখেছে। তাই তো? আসলে পিচের মাঝখানে সে আমাকে ধাক্কা দিয়েছে। উইকেট নেয়ার পর আমি বোলারকে বলব না যে তুমি উইকেট থেকে বের হয়ে যাও। কারণ, ভিডিও ফুটেজে যা দেখা যাচ্ছে তার চেয়ে আরও বেশি জোরে সে আমাকে ধাক্কা দিয়েছে। সে যা করেছে সেটা খেলার অংশ বলে মনে করছি না আমি।’

তিনি আরও বলেন, ‘মাত্ররিক্তি উদযাপনের সময় ব্যাটসম্যানের মুখের সামনে চলে আসাটা কেমন? যেখানে আপনি উইকেট পেয়েছেন লড়াইয়েও জিতেছেন। সেখানে এতোটা উদযাপনের কী আছে। তারপরও ম্যাচ চলাকালীন ধাক্কা খাওয়া ব্যক্তিটির কাছ থেকে কোনো মন্তব্য শুনানিতে নেয়া হয়নি। আমি মনে করি বিষয়টি সত্যিই হাস্যকর।’

স্মিথ বলেন, ‘দু’টেস্টে রাবাদা যেমন আচরণ করেছেন, তাতে তিনি ভেবেছেন- ভালো আচরণ করেছেন। তবে আমি যদি বিরক্ত বোধ করতাম তবে আমি পুরোপুরি সৎ অনুভব করতাম।’

বিডি প্রতিদিন/২২ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর