২২ মার্চ, ২০১৮ ২১:৩৭

'বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল'

অনলাইন ডেস্ক

'বাংলাদেশের প্রথম সুপারস্টার আশরাফুল'

হতাশা, আক্ষেপ, কষ্ট আর অপেক্ষার দিন ফুরোতে খুব বেশি বাকি নেই বাংলাদেশের ক্রিকেটের প্রথম সুপারস্টার মোহাম্মদ আশরাফুলের। যার ব্যাটের ঝলকে, কার্ডিফে দাপুটে অস্ট্রেলিয়াকে হারানোর গৌরব গাথা রচিত। ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা জয়সহ যিনি এক সময় একা হাতে হাসিয়েছেন টাইগার ভক্তদের। সেই আশরাফুলের গা থেকে কলঙ্কের দাগ মুছে যাবে আর মাত্র কয়েকটা মাস পরই।

এদিকে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দারুণ ফর্মে আছেন তিনি। এবারের ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। আর এই আশয়াফুল প্রসঙ্গে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন, 'ওর খেলা দেখিনি, শুনেছি। আশরাফুল নিঃসন্দেহে অনেক বড় খেলোয়াড়। বাংলাদেশের প্রথম সুপারস্টার বলতে হলে আশরাফুলের কথাই বলতে হয়।'

তিনি আরও বলেন, 'কিন্ত তিনটি সেঞ্চুরি হলেও আশরাফুলের ধারাবাহিকতা ছিল না। তিন সেঞ্চুরির পর লিগের সর্বোচ্চ রান হওয়ার কথা ছিল, যদিও সেটা হয়নি। রান তোলায় দিকে সম্ভবত ১১-১২-এর দিকে আছে। তারপরও এতদিন পর খেলায় ফিরে যে রান করছে, সেটাই গুরুত্বপূর্ণ।'

বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৮/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর