২৩ মার্চ, ২০১৮ ০১:৩৮

ব্রডের অনন্য মাইলফলক স্পর্শ

অনলাইন ডেস্ক

ব্রডের অনন্য মাইলফলক স্পর্শ

বর্তমানে বিশ্বসেরা পেস বোলারদের মধ্যে ইংল্যান্ডের ৩১ বছর বয়সী স্টুয়ার্ট ব্রড অন্যতম। আর সেই ধরাবাহিকতায়ই এবার অনন্য এক কীর্তি গড়লেন তিনি। সবচেয়ে কম বয়সী পেসার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই ইংলিশ পেসার। বৃহস্পতিবার অকল্যান্ডে নিউজিল্যান্ডের ওপেনার টম লাথামকে শিকার করে এই কীর্তি গড়েন তিনি।

এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। তিনি বাংলাদেশের বিপক্ষে ২০১৫ সালে ৩২ বছর বয়সে এই কীর্তি গড়েছিলেন।

এছাড়া ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসে ৪০০ উইকেট শিকারের তালিকায় ব্রড দ্বিতীয়। জেমস অ্যান্ডারসন রয়েছেন প্রথমে। 

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

সর্বশেষ খবর