২৩ মার্চ, ২০১৮ ০২:৫২

৩৯ বছর পর জিম্বাবুয়ে ছাড়া বিশ্বকাপ

অনলাইন ডেস্ক

৩৯ বছর পর জিম্বাবুয়ে ছাড়া বিশ্বকাপ

সংগৃহীত ছবি

বাছাই পর্বের শেষ ম্যাচে আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল জিম্বাবুয়ে। ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ১৯৭৯ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে গ্যালারিতে বসে থাকতে হচ্ছে দলটিকে।

সংযুক্ত আরব আমিরাত স্কোর যখন ৭ উইকেটে ২৩৫ (৪৭ ওভার ৫ বলে) তখনই নামে বৃষ্টি। বৃষ্টির পর জিম্বাবুয়ে ৪০ ওভারে ২৩০ রানের টার্গেট নিয়ে মাঠে নামে। জবাবে সাত উইকেট হারিয়ে ২২৬ রানে শেষ হয়ে যায় জিম্বাবুয়ের বিশ্বকাপ মিশন। 

আর এই ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের স্বপ্ন জিইয়ে থাকলো আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে খেলায় বিজয়ী টিম খেলবে ২০১৯ সালের বিশ্বকাপে।

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর