২৩ মার্চ, ২০১৮ ০৫:১৪

কেকেআরের অধিনায়কত্ব পেয়েও আক্ষেপ কার্তিকের

অনলাইন ডেস্ক

কেকেআরের অধিনায়কত্ব পেয়েও আক্ষেপ কার্তিকের

কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা স্বপ্ন দেখছেন দীনেশ কার্তিকে ঘিরেই। কারণ গৌতম গম্ভীরের ছেড়ে যাওয়া সিংহাসনে এবার বসছেন দীনেশ কার্তিক। কিন্তু তাতে মোটেও খুশি নন কার্তিক! আসলে কেকেআর নয়, দীনেশ কার্তিকের ইচ্ছা ছিল চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলার।

এ ব্যাপারে জাতীয় এক সংবাদমাধ্যমে তিনি বলেই দিয়েছেন, ‘‘আইপিএল-এর প্রথম থেকেই চেন্নাইয়ের হয়ে খেলার ইচ্ছে ছিল। দশ বছর লিগে খেললেও এখন পর্যন্ত চেন্নাইয়ের জার্সিতে খেলা হয়নি।’’

অনেকটা আক্ষেপের সুরেই তিনি বলেন, ‘‘আইপিএলের দশ আসরে ছয়বার আলাদা আলাদা দলের হয়ে খেললেও চেন্নাইয়ের হয়ে খেলা হয়ে ওঠেনি। আমি চেন্নাইয়ের ছেলে। তাই চেন্নাইকে বেশি ভালোবাসি।’’

তবে নিজের বর্তমান দায়িত্ব সম্পর্কেও অবহিত তিনি। তাই দীনেশ বলছেন, ‘‘আইপিএল-এর অন্যতম জনপ্রিয় দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেয়েছি। এটা ভীষণ সৌভাগ্যের বিষয়। নিজেকে প্রমাণ করতে হবে। আইপিএলে চেন্নাই, বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাইয়ের যথেষ্ট লোকাল ফ্যান রয়েছে। আর এটাই ক্রিকেটের সৌন্দর্য।’’

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

সর্বশেষ খবর