২৩ মার্চ, ২০১৮ ১২:২৮

শোয়েব আখতারের মৃত্যুর গুজব

অনলাইন ডেস্ক

শোয়েব আখতারের মৃত্যুর গুজব

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোয়েব আখতারের মৃত্যুর গুজব ছড়ানো হয়েছে। গত মঙ্গলবার সাবেক পাকিস্তানি গতি তারকার এ মৃত্যুর গুজব ছড়ান আহসান কামাল পাশা নামের দেশটির করাচির এক বাসিন্দা। এরপর ক্ষণিকের মধ্যে তা ভাইরাল হলে যায়।

ফেসবুকে তিনি লেখেন, 'দুঃসংবাদ। আজ সকালে একটি ফলের দোকানের সামনে শোয়েব আখতার(রাউলপিণ্ডি এক্সপ্রেস) মারা যান। বয়স হয়েছিল মাত্র ৪২।' 

এই খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর সংবাদ চলে যায় খোদ শোয়েব আখতারের কাছে। এরপর টুইটারে তিনি এ বিষয়ে কথা বলেন। তিনি লেখেন, প্রতিদিন ওই ফলের দোকানে পাস দিয়ে যাই। এটি কি জোকস ছিল! দারুণ চেষ্টা করেছো ভাই। 

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন পাকিস্তানে অন্যতম সেরা এই পেসার।বর্তমানে দেশের প্রত্যন্ত অঞ্চলের তরুণ ফাস্ট বোলারের প্রশিক্ষণ দিচ্ছেন শোয়েব। এছাড়া বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

প্রসঙ্গত, এর আগে পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলের মৃত্যু ঘিরে গুজব ছড়ায় সোশ্যাল মিডিয়ায়। শেষে তিনিও টুইট করে প্রমাণ করেন দিব্যি বেঁচে আছেন।

সূত্র: জি নিউজ

বিডি-প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর