২৩ মার্চ, ২০১৮ ১৮:২৯

ম্যানইউ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাবে ইব্রাহিমোভিচ

অনলাইন ডেস্ক

ম্যানইউ ছেড়ে যুক্তরাষ্ট্রের ক্লাবে ইব্রাহিমোভিচ

মৌসুম শেষ হওয়ার আগেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই খেলোয়াড়ের এবারের গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব লস অ্যাঞ্জেলিস গ্যালাক্সি।

এ ব্যাপারে ম্যানইউয়ের পক্ষ থেকে বিবৃতিতে জানানো হয়, ইব্রাহিমোভিচ আর তাদের ফুটবলার নয়। তার পরেই ইব্রার টুইট, ‘সব ভালো জিনিসই শেষ হয়। এখন সময় হয়েছে অন্য কোথাও যাওয়ার। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ, সতীর্থ ফুটবলার ও সমর্থকদের ধন্যবাদ।’

বছর দু’য়েক আগে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) থেকে ম্যানইউতে যোগ দেন ইব্রা। গত মৌসুমে তার সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেন ক্লাব কর্তারা। চলতি বছরের ৩০ জুন সেই চুক্তি শেষ হচ্ছে। কিন্তু তার আগেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন সুইডেন জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। 

বিডি প্রতিদিন/২৩ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর