২৫ মার্চ, ২০১৮ ০৯:২৮

ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি মাতাবেন কোহলি

অনলাইন ডেস্ক

ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টি মাতাবেন কোহলি

ফাইল ছবি

বর্তমান ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফরমেটেই দুর্দান্ত পারফর্ম করা এই ভারতীয় অধিনায়ক প্রথমবারের মতো ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলতে যাচ্ছেন। মূলত আগামী আগস্টে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে প্রস্তুতি হিসেবেই কাউন্টি খেলতে যাচ্ছেন তিনি।

কাউন্টিতে কোন দলের হয়ে খেলবেন কোহলি, তা আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে সারের সাথে যুক্ত ছিলেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে লন্ডনের কাউন্টি দলটি কোহলির সাথে কোন প্রকার চুক্তি বা খেলার ব্যাপারে কোন প্রকার কথা বলেনি। কিন্তু সারে এবং এসেক্সের সঙ্গে আলোচনা চলছে। 

ধারণা করা হচ্ছে, গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজের ফলাফলের কথা চিন্তা করেই কোহলিকে কাউন্টিতে খেলার অনুমতি দিলো দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। প্রোটিয়াদের বিপক্ষে ফলাফল ভালো না হওয়ায় ইংল্যান্ড সিরিজের আগে কাউন্টিতে খেলে অভিজ্ঞতা বাড়াতেই এই উদ্যোগ কোহলি ও বিসিসিআই’র। 
 
বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর