Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০১৮ ১৫:২৭ অনলাইন ভার্সন
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮ ১৮:১০
আইপিএলে খেলা চলাকালীন গ্যালারিতে তরুণীর শ্লীলতাহানি!
অনলাইন ডেস্ক
আইপিএলে খেলা চলাকালীন গ্যালারিতে তরুণীর শ্লীলতাহানি!
ফাইল ছবি

জমে উঠেছে আইপিএলের ১১তম আসর। প্রতিটি ম্যাচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। তর্ক-বিতর্ক আর বাকযুদ্ধ চলছে সমর্থকদের মধ্যে। আর এসবের মাঝেই শনিবার মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ডেয়ারডেভিলসের খেলা চলাকালীন ঘটে গেল অপ্রীতিকর এক ঘটনা। গ্যালারিতে তরুণীর শ্লীলতাহানির অভিযোগে আটক করা হয়েছে ২৬ বছরের এক যুবককে।

সংবাদমাধ্যমে খবর, আটককৃত যুবকের নাম গেন্দালাল সতনাম। মেরিন ড্রাইভ পুলিশ তাকে আটক করে। ভাইদের নিয়ে শনিবারের ওই ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন ওই তরুণী। সেই সময় সতনাম এসে তাকে নিজের বোতল থেকে পানি খেতে বলেন। তরুণী সেই পানি খেতে অস্বীকার করলে ওই যুবক তার উপরে চড়াও হয়। তরুণী জানিয়েছেন, যুবকটি জোর করে তার বোতল থেকে পানি খেতে বাধ্য করে তাকে।

এরপরই ওই তরুণী তাড়া করেন সতনামকে। যুবকটি পালিয়ে যেতে চেষ্টা করছিল। সেই সময়ই পুলিশ তাকে আটক করে। সতনামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow