Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০১৮ ১৯:০৯ অনলাইন ভার্সন
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৮ ২০:১২
উপরওয়ালা ছক্কা মারার জন্য যথেষ্ট শক্তি দিয়েছেন : ধোনি
অনলাইন ডেস্ক
উপরওয়ালা ছক্কা মারার জন্য যথেষ্ট শক্তি দিয়েছেন : ধোনি
bd-pratidin

বয়স ৩৬ ছুঁয়েছে। কিন্তু এই মুহূর্তে সেরা ১০ ফিট ক্রিকেটারের কথা উঠলে মহেন্দ্র সিং ধোনির নাম অবশ্যই আসবে। রবিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে ৪৪ বলে ৭৯ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ধোনি।

ম্যাচ চলাকালে কোমরে চোট পান চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। মাঠের মধ্যে ফিজিওর কাছে থেকে ম্যাসেজ করে নিতে হয় ধোনিকে। কোমরে ব্যথা থাকলেও থামেনি ধোনির ব্যাট। ম্যাচের শেষ ওভারে এক হাতেই ছয় মারেন 'মিস্টার কুল'। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোমরে চোট থাকা সত্ত্বেও ছয় মারার বিষয়ে ধোনিকে প্রশ্ন করা হলে হাসতে হাসতে প্রাক্তন ভারত অধিনায়ক জানান, উপরওয়ালা আমাকে ছয় মারার যথেষ্ট শক্তি দিয়েছেন। ছয় মারার জন্য কোমরের দরকার পড়বে না।

ধোনির মাঠে ম্যাসেজ নেওয়া এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে দেওয়া ইন্টারভিউয়ের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। সমর্থকরা ধোনির এই অনবদ্য ইনিংসের পাশাপাশি হার না মানা মনোভাবের প্রশংসা করেন। তবে শুধু ফ্যানরাই নন ধোনির প্রশংসা শোনা যায় প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরদের গলায়।

বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow