Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০১৮ ২২:০৩ অনলাইন ভার্সন
সাকিবের আরামের ঘুম হারাম করে দিলেন 'দুষ্ট' ধাওয়ান (ভিডিও)
অনলাইন ডেস্ক
সাকিবের আরামের ঘুম হারাম করে দিলেন 'দুষ্ট' ধাওয়ান (ভিডিও)

দারুণ ছন্দে আছে সাকিব আল হাসান। ছন্দে সানরাইজার্স হায়দারাবাদও। এরইমধ্যে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে সাকিবরা। পয়েন্ট টেবিলের শীর্ষ এখন হায়দারাবাদ। সেই আনন্দে এখন ভাসছে হায়দারাবাদের খেলোয়াড়রা। আনন্দ এবার দেখা গেল খেলোয়াড়দের দুষ্টুমিতে।

বিমানে চেপে বসেছে সানরাইজার্স হায়দরাবাদের ফুল টিম। ভ্রমণের অবসরে একটু ঘুমালে মন্দ হয় না। রশিদ খানেরা বেশ আরাম করেই সিটে হেলান দিয়ে ঘুম দিয়েছেন। সাকিব আল হাসান কানে হেডফোন গুঁজে আরামে ঘুম দিয়েছেন। কিন্তু আরামের ঘুম হারাম হয়ে গেল দ্রুতই।

আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের বিমানযাত্রার এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, সাকিব আর রশিদ পাশাপাশি আসনে বসে গভীর ঘুমে মগ্ন। এমন সময় উঠে এলেন শিখর ধাওয়ান। তার হাতে কাঠি জাতীয় কিছু একটা। প্রথমে এক সতীর্থর ঘুম ভাঙিয়ে এগিয়ে গেলেন সাকিবের দিকে।

ঘুমন্ত সাকিবের নাকে সেই কাঠি (বা অন্যকিছু) দিয়ে সুড়সুড়ি দিতেই ধরমরিয়ে উঠলেন সাকিব। তার পাশে তখনও ঘুমাচ্ছেন রশিদ খান। আফগান লেগ স্পিনারের ঘুম হারাম করতেও ছাড়েননি ধাওয়ান। 

মজার এই ভিডিওটি দেখে বেশ আনন্দ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। আইপিএলের চলতি আসরের শুরু থেকেই ব্যাট-বল-ফিল্ডিংয়ে অল-রাউন্ড নৈপূণ্য দেখিয়ে যাচ্ছেন সাকিব। 

বিডি প্রতিদিন/১৬ এপ্রিল ২০১৮/আরাফাত

আপনার মন্তব্য

up-arrow