২১ এপ্রিল, ২০১৮ ০১:৩৮

রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চেন্নাই

অনলাইন ডেস্ক

রাজস্থানকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে চেন্নাই

সংগৃহীত ছবি

ধোনির চেন্নাইয়ের ২০৫ রানের পাহাড়প্রমাণ লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৯ বল বাকি থাকতেই ১৪০ রানে অলআউট হয়ে গেল রাহানে-বেন স্টোকসরা৷ ৬৪ রানের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ল চেন্নাই৷

এবারের আসরে এই নিয়ে পাঁচ ম্যাচে তিনটে হার রাজস্থানের৷ আরসিবির বিরুদ্ধে জয় পাওয়ার পর কেকেআর ও চেন্নাইয়ের কাছে পরপর দু’ম্যাচে পর্যুদস্ত হল রাজস্থান৷ রাজস্থানের বিরুদ্ধে এই জয়ের ফলে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এল চেন্নাই৷

ব্যাট হাতে এদিন জেসন রয় হয়ে ওঠা হল না হেনরিচ ক্লাসেনের৷ চলতি আইপিএলে দিল্লির হয়ে অভিষেক ম্যাচে ৯১ রানের ধুঁয়াধার ইনিংস খেলে ম্যাচ জিতিয়ে ফিরেছিলেন রয়৷ এদিন অবশ্য আইপিএলে অভিষেক ম্যাচে ক্লাসেন করলেন মাত্র ৭ রান৷ রাহানে ফিরলেন ১৬ রান৷ 

নেতৃত্বের চাপে রাহানের ব্যাটে ইতিমধ্যেই রানের খরা শুরু হয়েছে৷ চলতি মরশুমে পাঁচ ম্যাচে রাহানের রানের পুঁজি যথাক্রমে ১৩,৪৫,৩৬,৩৬, ১৬রান৷ অন্যদিকে পঞ্চম ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠলেও ম্যাচ ফিনিশ করে আসতে পারলেন না বেন স্টোকস৷ ৩৭ বলে তিনটি বাউন্ডারি ও একটি ছয়ের সাহায্যে ৪৫ রানের ঝকঝকে ইনিংস খেললেও তা কোনও মূল্যই রাখল না৷ বাটলার ২২ ও স্টুয়ার্ট বিনি ১০ ছাড়া রয়্যালসের মিডল অর্ডারে কেউ রান পাননি৷

প্রথমে ব্যাটিং করে ওয়াটসনের শতরানের সুবাদে ২০৪ রান তোলে চেন্নাই৷ এগারোর আইপিএলে দ্বিতীয় ও নিজের প্রথম শতরান হাঁকান (৫৭ বলে ১০৬ রান) আবেক এই অজি ওপেনার৷ বল হাতে তিন ওভারে ১৩ রান খরচ করে একটি উইকেট পেয়েছেন ওয়াটসন৷ ব্যাট-বলে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচের সেরা হয়েছেন অজি অলরাউন্ডার৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর