২১ এপ্রিল, ২০১৮ ১৭:৫৬

যৌন হয়রানি রোধে বিসিসিআইয়ের কমিটি

অনলাইন ডেস্ক

যৌন হয়রানি রোধে বিসিসিআইয়ের কমিটি

নারীদের কর্মক্ষেত্রে যৌন হয়রানি রোধে একটি আভ্যন্তরীণ অভিযোগ কমিটি গঠন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

শুক্রবার চার সদস্যের এই কমিটি গঠন করে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এই কমিটি নারীদের প্রতি যে কোনো নিপীড়ন রোধে কার্যক্রম চালাবে। কমিটির মেয়াদ থাকবে এক বছর।

শুক্রবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। সেখানে কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানি রোধে ২০১৩ সালের বিধি অনুযায়ী তারা কমিটি গঠন করেছে। যে বিধিতে বলা আছে নারীদের প্রতি যে কোনো ধরনের অত্যাচার রোধে সব সংস্থার কমিটি থাকা উচিত। চার সদস্যের কমিটির প্রধান বিসিসিআই’র কর্মী কারিনা ক্রিপালানি। কমিটির অন্য তিন সদস্য হচ্ছেন, সাবা করিম, রূপবতী রাও, বিনা গৌড়া।

এটা দারুণ পদক্ষেপ। এটা আরো অনেক আগেই হওয়া উচিত ছিল। অনেক মহিলা কর্মী নিয়ে আমাদের একটি শক্তিশালী নারী ক্রিকেট রয়েছে।-জি নিউজ

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর