২১ এপ্রিল, ২০১৮ ২১:৫৩

বাগেরহাটে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্ট শুরু

বাগেরহাটে বঙ্গবন্ধুর ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের নামে 'শহীদ শেখ আবু নাসের' ফুটবলের চতুর্থ টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার বিকেলে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে এই  টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন।

বাগেরহাট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও বাগেরহাটের পৌর মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ  চন্দ্র রায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য শওকত আলী খান জাহাঙ্গীর, চেধুরী জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজুল ইসলাম, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি লিয়াকত আলী লিটন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী মো. সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের যেকোনো জেলায় ফুটবল খেলা আয়োজনের ব্যাপারে সকল ধরণের সহযোগিতা বাংলাদেশ ফুটবল ফেডারেশন করবে।

উদ্বোধনী খেলায় কোনো পক্ষের গোল না হওয়ায় পরে ট্রাইবেকারে সাতক্ষিরা জেলা দল ৫-৪ গোলে যশোর জেলা দলকে পরাজিত করেছে। 

বাগেরহাটে শহীদ শেখ আবু নাসের ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়া ১২টি দলের মধ্যে রয়েছে- ভারতের ওয়ারী ফুটবল দল, ঢাকা আরামবাগ ক্রীড়া চক্র, সাঈদ পাওয়ার স্পোর্টিং ক্লাব, গোপালগঞ্জ, চুয়াডাংগা, পাবনা, ঝিনাইদাহ, মাগুরা জেলা দল, সাতক্ষীরা, যশোর, বাগেরহাট ও  রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্মৃতি সংসদ। 

বিডি প্রতিদিন/২১ এপ্রিল ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর