২২ এপ্রিল, ২০১৮ ১১:৫৪

‘সেরাদের সেরা খেলোয়াড়’ নিয়ে ইংল্যান্ড সফরে পাকিস্তান

অনলাইন ডেস্ক

‘সেরাদের সেরা খেলোয়াড়’ নিয়ে ইংল্যান্ড সফরে পাকিস্তান

ফাইল ছবি

সময়টা দারুণ যাচ্ছে পাকিস্তানের। ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করেছে দলটি। এবার ইংল্যান্ড সফরে যাচ্ছে টিম পাকিস্তান। আর এই সফরের দল নির্বাচন নিয়ে শেষ সময়ে মুখ খুললেন পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ।

ইংল্যান্ড সফরের দল নিয়ে বেশ খুশি তিনি। সরফরাজের মতে, ‘সেরাদের সেরা খেলোয়াড়’ নিয়ে ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান। প্রসঙ্গত, আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের টেস্ট দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ফখর জামান, ইমাম-উল-হক, ফাহিম আশরাফ, উসমান সালাউদ্দিন এবং সাদ আলী। পাশাপাশি, ১৬ সদস্যের টেস্ট স্কোয়াডে জায়গা হয়নি ওয়াহাব রিয়াজ, ফওয়াদ আলমের। 

এ ব্যাপারে সরফরাজ বলেছেন, ‘দল নির্বাচনে কোনো চাপ ছিল না। তবে সেরা দল গোছানোয় সম্মান রয়েছে। কেউ কেউ বাদ পড়েছে। মাত্র ১৬ জনকে জায়গা পেয়েছে স্কোয়াডে। যারা বাদ পড়েছে তাদের চিন্তা করার কিছু নেই। এবার বাদ পড়েছে এর অর্থ এই নয় যে তাদেরকে আর কখনোই বাছাই করা হবে না। আমার প্রত্যাশা খুব উঁচু এবং আমি নতুন ছেলেদের নিয়ে বেশ উচ্ছ্বসিত। তাদের সবথেকে ভালো দিক হচ্ছে তারা বড় মঞ্চে পারফর্ম করতে মুখিয়ে আছে।’

উল্লেখ্য, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে সফর শুরু করবে পাকিস্তান। এরপর ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস ও লিডসে আরও দুটি টেস্ট খেলবে সরফরাজ আহমেদের দল।

পাকিস্তান স্কোয়াড: 
সরফরাজ আহমেদ, আজহার আলী, ইমাম-উল-হক, সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, ফখর জামান, সাদ আলী, আসাদ শফিক, উসমান সালাউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী ও রাহাত আলী।

বিডি প্রতিদিন/২২ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর