২২ এপ্রিল, ২০১৮ ১৯:৪৩

সাকিবের ভালো শুরুর পরও আফসোস!

অনলাইন ডেস্ক

সাকিবের ভালো শুরুর পরও আফসোস!

আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে বিকালে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়েছে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদ। এদিন টস জিতে বোলিংয়ে নেমে হায়দরাবাদের দারুণ শুরু এনে দেন বোলাররা। এই তালিকায় ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও। নিজের প্রথম ওভারে মাত্র ৪ রান দেওয়ার পর দ্বিতীয় ওভারে দেন ৫ রান। অথচ পরের দুই ওভারে সেই সাকিব দিলেন ২৩ রান। ফলে শুরুর সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারলেন তিনি। তারপরও বোলিংটা খারাপ করেননি সাকিব। কারণ সময়ের অন্যতম সেরা স্পিনার বলা হয় যাকে সেই রশিদ খান যে দিলেন ৪৯ রান।

এদিকে, চেন্নাইয়ের দেওয়া ১৮৩ রানের টার্গেটে খেলতে ৩২ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে হায়দরাবাদ। সেখান থেকে অধিনায়ক কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে দলকে ভালোভাবেই টেনে নিচ্ছিলেন সাকিব। শুরুটা করেছিলেন ৪ দিয়ে। আর ওয়াটসনের ওই ওভারের শেষ বলে হাঁকিয়েছিলেন ছক্কা। প্রথম ১১ বলে ১৮ রান করা সেই সাকিব থামলেন ১৯ বলে ২৪ রান করে। ফলে এখানেও শুরুর ভালোটা ধরে রাখতে পারেননি টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক। তারপরও দলের বিপর্যয়ে তার এই রানের কারণে জয়ের পথেই ছিল হায়দরাবাদ। তবে ১৮তম ওভারের শেষ বলে ৮৪(৫১) রানে উইলিয়ামসন এবং ৪৫(২৭) রানে ইউসুফ পাঠান ফিরে গেলে জয়ের আশা অনেকটাই ছেড়ে দেন টম মুডি-মুরালিধরনরা। তারপরও জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন রশিদ খান। তবে শেষ বলে ৬ রানের দরকার হলেও এক রানের বেশি নিতে পারেননি ৪ বলে ১৭ রান করা এই আফগান ক্রিকেটার। ফলে দলও হারে চার রানে।

বিডি-প্রতিদিন/২২ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর