২৩ এপ্রিল, ২০১৮ ১০:১৬

কোহলিকে পেছনে ফেলে 'মুকুট' পুনরুদ্ধার রায়নার

অনলাইন ডেস্ক

কোহলিকে পেছনে ফেলে 'মুকুট' পুনরুদ্ধার রায়নার

আইপিএলের এগারোতম আসর জমে উঠেছে। প্রতিটি ম্যাচেই হচ্ছে হাড্ডা-হাড্ডি লড়াই। পাশাপাশি শ্রেষ্ঠত্বের ক্ষেত্রেও চলছে তীব্র প্রতিযোগিতা। আর তারই জের ধরে বিরাট কোহলির সিংহাসনে থাবা বসালেন সুরেশ রায়না। টিম ইন্ডিয়ার অধিনায়কের কাছ থেকে রায়না ছিনিয়ে নিলেন এক নম্বরের মুকুট। যদিও ছিনিয়ে নেওয়ার বদলে পুনরুদ্ধার করলেন বলাই ভালো হবে।

চলতি মৌশুম শুরুর আগে সুরেশ রায়না ছিলেন আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ৯২ রানের ইনিংস খেলার সুবাদে রায়নাকে টপকে এক নম্বরের মুকুট মাথায় পরেন আরসিবি অধিনায়ক কোহলি। পরে চিন্নাস্বামীতে দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে ৩০ রানের ইনিংসে রায়নার থেকে ব্যবধান আরও কিছুটা বাড়িয়ে নেন বিরাট। যদিও খুব বেশিদিন তা ধরে রাখতে পারেনি তিনি। উপ্পলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ৫৪ রানের অনবদ্য ইনিংসে বিরাটকে সরিয়ে পুনরায় তালিকার শীর্ষে ফিরলেন রায়না।

একাদশ সংস্করণের আগে আইপিএলে রায়নার সংগ্রহ ছিল ৪,৫৪০ রান। বিরাট দাঁড়িয়েছিলেন ৪,৪১৮ রানে। দিল্লি ম্যাচের পর কোহলি এক নম্বরে ছিলেন ৪,৬৪৯ রানে। হায়দরাবাদের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করে বিরাটকে টপকে রায়না পৌঁছে গেলন ৪,৬৫৮ রানে। সুতরাং নিজের হারানো রাজ্যপাট বিরাটের কাছ থেকে পুনরায় দখল করেন রায়না।

রায়না ও কোহলির পিছনে তিন নম্বরে রয়েছেন মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। আইপিএলে এখনও পর্যন্ত ৪,৩৪৫ রান সংগ্রহ করেছেন তিনি। অন্যদিকে, বিদেশীদের মধ্যে সর্বাধিক ৪,০১৪ রান করেছেন ডেভিড ওয়ার্নার।

বিডি প্রতিদিন/২৩ এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর