২৩ এপ্রিল, ২০১৮ ১০:৩০

মালদ্বীপকে হারাতে পারলেই সেমিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

মালদ্বীপকে হারাতে পারলেই সেমিতে বাংলাদেশ

শুরুতেই শক্তিশালী নেপাল। গত ডিসেম্বরে কাঠমান্ডুতে দুটি প্রীতিম্যাচে নেপালের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। তাই বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র সেন্ট্রাল জোনের উদ্বোধনী ম্যাচে কি করবে এ নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ ভলিবল দল। ২০১৬ সালে এ টুর্নামেন্ট জিতেই ভলিবল ইতিহাসে বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতে। শুরুতেই যদি চ্যাম্পিয়নরা হেরে যায় তাহলে গতি কি ধরে রাখা যাবে? শনিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নেপালের কাছে প্রথম সেটে ২৬-২৪ পয়েন্টে হেরে যায় বাংলাদেশ। পুরো গ্যালারি তখন নীরব। শঙ্কা জেগে ওঠে তাহলে কি হার দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন বাংলাদেশের। না সব দুশ্চিন্তা কেটে গেল। ম্যাচে রীতিমতো ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। পরের তিন সেট জিতে উৎসবে মাঠ ছাড়ে লাল-সবুজের দল। দ্বিতীয় সেটে ২৫-১৮, তৃতীয় সেটে ২৫-১৪ ও শেষ সেটে নেপালকে উড়িয়ে দেয় বাংলাদেশ।

আজ মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ। জিতলেই সেমিফাইনালে চলে যাবে বাংলাদেশ। প্রতিপক্ষ ততটা শক্তিশালী না হলেও সতর্ক বাংলাদেশ।

অধিনায়ক হরসিত ঘোষ বলেন, কঠিন ম্যাচে নেপালকে হারানোর পর আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। আশা রাখি মালদ্বীপের বিপক্ষে সেরা খেলাটা খেলতে পারব। তবে প্রতিপক্ষকে আমরা হালকা চোখে দেখছি না। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে। সুতরাং সেরা খেলাটাই খেলতে হবে।

বিডি-প্রতিদিন/২৩ এপ্রিল, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর