Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০১৮ ১০:০০ অনলাইন ভার্সন
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮ ১৫:৫৩
বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন চাহাল
অনলাইন ডেস্ক
বিয়ের গুঞ্জন নিয়ে যা বললেন চাহাল

বর্তমান ভারতীয় ক্রিকেট টিমের অন্যতম একজন সদস্য যুজবেন্দ্র চাহাল। ধারাবাহিক পারফরমেন্সে তিনি নজর কেড়েছেন বিশ্ব ক্রিকেটের। এবার তাকে নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা-গুঞ্জন। উল্টো দিকে নাম উঠে আসছে।

অনেকদিন ধরেই কানাঘুষো চলছে চাহাল ও অভিনেত্রী তনিষ্কা কপুরের সম্পর্ক নিয়ে। দক্ষিণ এই নায়িকার সঙ্গে কয়েকবার দেখাও গেছে চাহালকে। এরই মধ্যে রটে গিয়েছিল বিয়ের কথাও। তবে এমন খবরে রীতিমতো বিরক্ত চাহাল। টুইটারে নিজের প্রতিক্রিয়াও জানালেন এই লেগ স্পিনার। যেখানে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোনোভাবেই এই খবরের কোনো সত্যতা নেই।

চাহাল সেই টুইটে লেখেন, ‘‘আমি এই পোস্ট করছি এটা জানাতে যে আমার জীবনে কিছুই চলছে না। আমি বিয়েও করছি না। তনিশা আর আমি খুব ভাল বন্ধু। সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ, বানানো খবর দেবেন না। আমার ব্যক্তি জীবনকে সম্মান করুন।’’

বিডি প্রতিদিন/২৪এপ্রিল ২০১৮/ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow