২৪ এপ্রিল, ২০১৮ ১২:৪২

সমালোচনার মুখে রোহিত, দলে আসতে পারে পরিবর্তন

অনলাইন ডেস্ক

সমালোচনার মুখে রোহিত, দলে আসতে পারে পরিবর্তন

আইপিএলের চলতি আসরে এখনও ঝলক দেখাতে পারেনি মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ান্স। এরইমধ্যে টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে দলটি, জয় পেয়েছে মাত্র একটিতে। ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা।

এ প্রসঙ্গে সাবেক ভারতীয় ক্রিকেটার জহির খান বলেন, মুস্তাফিজের মতো পেসারকে সঠিকভাবে ব্যবহার করতে পারছেন না রোহিত।পাশাপাশি দলের স্বার্থে তাকে কঠিন সিদ্ধান্ত নিতে বললেন নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুল। তার মতে, 'মুম্বাই একাদশে মুস্তাফিজুর ও ম্যাকক্লেনাঘান দু'জন বাঁ-হাতি পেসার আছে। ম্যাকক্লেনাঘানকে বাইরে রেখে জেপি ডুমিনির মত একজন অলরাউন্ডারকে সুযোগ দেয়া যেতে পারে। ফলে মুম্বাইয়েরে বোলিং ও ব্যাটিংয়ে শক্তি বাড়বে।'

এছাড়া মুম্বাইয়ে আছেন কাইরন পোলার্ড। চলতি মৌসুমে তার পারফরমেন্স তেমন ভালো নয়। তার পরিবর্তে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিংকে রাখার পরার্শ দেন ডুল।

পাঁচ ম্যাচের চারটিতে হেরে লিগ টেবিলের প্রায় তলানিতে অবস্থান করছে মুম্বাই। আজ সাকিব আল হাসানের দল সানরাইজর্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে মুস্তাফিজরা। 

বিডি প্রতিদিন/২৪এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর