Bangladesh Pratidin

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০১৮ ১৪:২৩ অনলাইন ভার্সন
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৮ ১৯:২৫
ভুবনেশ্বর-ধাওয়ান ছাড়াই মাঠে নামছে সাকিবের হায়দরাবাদ!
অনলাইন ডেস্ক
ভুবনেশ্বর-ধাওয়ান ছাড়াই মাঠে নামছে সাকিবের হায়দরাবাদ!

জমে উঠেছে আইপিএলের এগারোতম আসর। প্রতিটি ম্যচেই চলছে হাড্ডা-হাড্ডি লড়াই। তবে টুর্নামেন্টে এরইমধ্যে বেশ পিছিয়ে পড়েছে মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান্স। পাঁচটি ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে দলটি। অন্যদিকে, দারুণ ছন্দে থাকা সাকিবের সানরাইজার্স হায়দরাবাদও হঠাৎ এলোমেলো হয়ে গেছে শেষ দু'টি ম্যাচে।

প্রথম তিনটি ম্যাচে দাপট সঙ্গে জয় তুলে নেয় কেন উইলিয়ামসনের দল হায়দরাবাদ। তবে চলতি আইপিএলে তাদের প্রথম হারের মুখ দেখতে হয় কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে। পরের ম্যাচে তারা হারে সিএসকের বিরুদ্ধে। এদিকে, সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম ফার্স্টপোস্ট জানায়, পিঠের চোটের কারণে মুম্বাইয়ের বিপক্ষে দলের প্রধান পেসার ভুবনেশ্বর কুমারের সার্ভিস পাবে না উইলিয়ামসনের দল।

শুধু ভুবিই নন, পুরনো চোট বাধা হতে পারে শিখর ধাওয়ানের সার্ভিস পাওয়ার ক্ষেত্রেও। গত ম্যাচে কনুইয়ের চোটে খেলতে পারেননি বাম-হাতি এই ওপেনার।

মুম্বাই ইন্ডিয়ান্স আজ মঙ্গলবার ঘরের মাঠে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে।

বিডি প্রতিদিন/২৪এপ্রিল ২০১৮/ওয়াসিফ

আপনার মন্তব্য

up-arrow