২৬ এপ্রিল, ২০১৮ ০১:৩০

'ব্যর্থতা' মেনে নিয়ে দিল্লির অধিনায়কত্ব ছাড়লেন গাম্ভীর

অনলাইন ডেস্ক

'ব্যর্থতা' মেনে নিয়ে দিল্লির অধিনায়কত্ব ছাড়লেন গাম্ভীর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরে দিল্লি ডেয়ারডেভিলসে নাম লিখিয়েছেন কলকাতার সাবেক অধিনায়ক গৌতম গাম্ভীর। সম্মান দিয়ে তার হাতেই দিল্লি তুলে দিয়েছিল অধিনায়কত্ব। কিন্তু বুধবার সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন গাম্ভীর। দলের হতাশাজনক পারফরমেন্সের জন্য এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সঙ্গে সঙ্গেই শ্রেয়াস আয়ারের হাতে তুলে দেওয়া হয় দিল্লির অধিনায়কত্ব।

আইপিএলের চলতি আসরের শুরুটা ভাল হয়নি দিল্লির। যোগ্যতা নির্ণায়ক পর্বে যাওয়াটাই যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে দিল্লির জন্য। ছ’ম্যাচ থেকে মাত্র একটিই জয় এসেছে। 

অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার ব্যাপারে বুধবার ফিরোজ শাহ কোটলায় সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, ‘‘এটা আমার সিদ্ধান্ত। আমি দলের জন্য অনেকটা করতে পারিনি। এই দলের অধিনায়ক হিসেবে দায়টা আমাকেই নিতে হবে। আমার মনে হয় এটাই সঠিক সময়।’’

দিল্লির হারের জন্য নিজেকেই দায়ী করছেন গাম্ভীর। গম্ভীর বলেন, ‘‘হয়তো আমি খুব বেশি সাহস দেখিয়ে ফেলেছি। যেটা বুমেরাং হয়ে এসেছে। এটাই হয়তো কারণ। আমি চাপটা নিয়ন্ত্রণ করতে পারিনি।’’ 

অন্যদিকে অধিনায়কত্ব পেয়ে শ্রেয়াস আয়ার বলেন, ‘‘আমি দলের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার জন্য। আমার জন্য এটা সম্মানের।’’

বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর