২৬ এপ্রিল, ২০১৮ ২১:২৭

টি-টুয়েন্টি স্ট্যাটাস পাবে ১০৪ দেশ: আইসিসি

অনলাইন ডেস্ক

টি-টুয়েন্টি স্ট্যাটাস পাবে ১০৪ দেশ: আইসিসি

সংগৃহীত ছবি

টি-টুয়েন্টি ফরম্যাটে ১০৪টি দেশকে স্ট্যাটাস দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। সবগুলো দেশের নারী-পুরুষ উভয় দলই এই অনুমতি পাবে বলে আইসিসি'র পক্ষ থেকে জানানো হয়েছে।

বৃহস্পতিবার কলকাতায় আইসিসির সভা শেষে সংস্থাটির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন জানান, টি-টুয়েন্টি স্ট্যাটাস ছাড়াও বিশ্বের সব দলকে র‌্যাঙ্কিংয়ের আওতায় আনতে চালু হবে নতুন পদ্ধতি।

রিচার্ডসন বলেন, ১ জুলাই থেকে সব নারী টি-টোয়েন্টি ম্যাচই আন্তির্জাতিক স্বীকৃতি পাবে। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সব পুরুষ টি-টোয়েন্টি ম্যাচকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হবে।

উল্লেখ্য, বর্তমানে মোট ১৮টি দেশ টি-টুয়েন্টি স্ট্যাটাস পেয়েছে। এদের মধ্যে ১২টি পূর্ণ সদস্য দেশ ছাড়া আরও আছে স্কটল্যান্ড, নেপাল, নেদারক্যান্ডস, হংকং, যুক্তরাজ্য ও ওমান।  

বিডি প্রতিদিন/২৬এপ্রিল ২০১৮/ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর