২৭ এপ্রিল, ২০১৮ ০১:০৭

প্রীতির পাঞ্জাবের বিজয়রথ থামাল সাকিবের হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

প্রীতির পাঞ্জাবের বিজয়রথ থামাল সাকিবের হায়দরাবাদ

ফাইল ছবি

একাদশ আইপিএলে টানা দ্বিতীয়বার লো-স্কোরিং ম্যাচ নিজেদের করে নিল সানরাইজার্স হায়দরাবাদ৷ নিজেদের স্কোরবোর্ডে মাত্র ১৩২ রানের পুঁজি নিয়ে লড়াইয়ে নেমে প্রীতি জিনতার পাঞ্জাবের বিরুদ্ধে ১৩ রানে জয় পেল সাকিব আল হাসানের দলটি৷

নির্ধারিত ২০ ওভারের চার বল বাকি থাকতে পাঞ্জাবকে ১১৯ রানের বেঁধে ফেলে হায়দরাবাদ৷ শেষ ম্যাচে মুম্বাইয়ের বিরুদ্ধে ১১৮ রানের পুঁজি নিয়ে লড়তে নেমে রোহিতদের ৮৭ রানে অলআউট করে দিয়েছিল দলটি৷ মুম্বাইয়ের পর এবার পাঞ্জাবের বিরুদ্ধেও লো-স্কোরিং ম্যাচে শেষ হাসি হাসল উইলিয়ামসনরা৷ ১৩ রানে ম্যাচ জিতে পাঞ্জাবের বিজয়রথ থামাল সানরাইজার্স৷

এদিন ১৩৩ রান তাড়া করতে নেমে গেইল-রাহুল শুরুটা ভালো করলেও পাঞ্জাবের মিডল অর্ডার অশ্বিন-প্রীতির চিন্তা বাড়াল৷ গেইল-রাহুল জুটিতে ওঠে ৫৫ রান৷ রাহুল ৩২ ও গেইল ২৩ রান করে ডাগআউটে ফেরেন৷ এরপর সানরাইজার্সের আঁটোসাঁটো বোলিংয়ের সামনে একে একে ব্যার্থতার খাতায় নাম লেখান করুন,ফিঞ্চ, তিওয়ারিরা৷ পাঞ্জাবের ছয় ব্যাটসম্যান ব্যক্তিগত দুই অঙ্কের রানে পৌঁছানোর আগেই ডাগআউটে ফিরে যান৷

সানরাইজার্সে হয়ে এদিন দুরন্ত বোলিং করলেন রশিদ খান৷ ৪ ওভারে ১৯ রান খরচ করে রাহুল-অশ্বিনসহ মোট তিন উইকেট তুলে নিয়েছেন আফগান স্পিনার৷ স্পিন বিভাগে রসিদকে সঙ্গ দেন সাকিব আল হাসান৷ ৩ ওভারে ১৮ রান খরচ করে মায়াঙ্ক ও ফিঞ্চকে আউট করেন সাকিব৷ আইপিএলের চাকা যত এগোচ্ছে  সানরাইজার্সের এই স্পিন জুটি ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠছে৷ গেইলের উইকেটসহ মোট দুই উইকেট পেয়েছেন বাসিল থাম্পি৷ বিনি স্যান্টলেক-ভুবনেশ্বর কুমারের মতো নির্ভরযোগ্য পেসারদের অনুপস্থিতিতে আশা জাগাচ্ছেন থাম্পি৷

এর আগে ঘরের মাঠে ব্যাটিং বিপর্যয় পড়ে সানরাইজার্স হায়দরাবাদ৷ পাঞ্জাবের বিরুদ্ধে ছয় উইকেট হারিয়ে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় উইলিয়ামসনরা৷ পাঞ্জাবের হয়ে বল হাতে আগুন ঝড়ান অঙ্কিত রাজপুত৷ এবারের আইপিএলে অঙ্কিতই প্রথম বোলার যিনি পাঁচ উইকেট পেলেন৷ ৪ ওভারে মাত্র ১৪ রান খরচ করেছেন অঙ্কিত৷


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর