Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ মে, ২০১৮ ০৯:১১ অনলাইন ভার্সন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন বাটলার
অনলাইন ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন বাটলার
ফাইল ছবি

আগামী সপ্তাহে নিজ মাঠে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়ালস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দেড় বছর পর টেস্ট দলে ফিরলেন উইকেটরক্ষক জশ বাটলার। নতুন মুখ বোলিং অলরাউন্ডার ডম বেস। বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সিরিজের দলে থাকা জেমস ভিন্স। 

২০১৬ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে চেন্নাইয়ে ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন বাটলার। বর্তমানে ভারতের আইপিএলে খেলছেন তিনি। ইতোমধ্যে ১৪ ম্যাচে ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৪৮ রান করেছেন বাটলার। টানা পাঁচ ম্যাচে এসেছে হাফ-সেঞ্চুরিগুলো। 

বাটলারকে দলে নেয়ার ব্যাপারে ইংল্যান্ড দলের নির্বাচক এড স্মিথ বলেন, ‘বাটলার প্রতিভাবান খেলোয়াড়। ইংল্যান্ডের সীমিত ওভার দলের গুরুত্বপূর্ণ সদস্য সে। নির্বাচক প্যানেল এখন অনুধাবন করেছে, তাকে টেস্ট দলেও নেয়া উচিত। সে টেস্ট দলের সাত নম্বরেই খেলবে। আইপিএলে আত্মবিশ্বাসের সাথেই খেলছে বাটলার এবং টেস্ট দলের জন্য অনন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ইনজুরিতে পড়েছিলেন জ্যাক লিচ। তার পরিবর্তেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ডাক পান বেস। চলতি ঘরোয়া মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই প্রথমবারের মত টেস্ট দলে ডাক পেলেন তিনি। এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৬৩ উইকেট ও ৫৩৩ রান করেছেন ২০ বছর বয়সী বেস। 

লর্ডসে আগামী ২৪ মে থেকে শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। হেডিংলিডতে ১ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, এলিস্টার কুক, ডেভিড মালান, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, ক্রিস ওকস, মার্ক উড।

বিডি প্রতিদিন/১৬ মে ২০১৮/এনায়েত করিম

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow