২০ মে, ২০১৮ ১৫:৩০

যে কারণে বাদ পড়লেন তাসকিন

অনলাইন ডেস্ক

যে কারণে বাদ পড়লেন তাসকিন

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল থেকে যে তিনজন ক্রিকেটের বাদ পড়েছেন তার মধ্যে পেসার তাসকিন আহমেদ একজন। ভালো পারফারম্যান্স করতে না পারার পাশাপাশি চোটের কারণে তাকে দলে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন মিনহাজুল আবেদিন।

রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তান সিরিজের ১৫ সদস্যের দল ঘোষণার সময় তিনি একথা জানান।

তাসকিনের বাদ পড়ার বিষয়ে মিনহাজুল আবেদিন বলেন, “ওর বাদ পড়ার পেছনে চোট আছে, পারফরম্যান্সও আছে। ও কিন্তু নিদাহাস ট্রফিতে গিয়েই চোটে পড়েছিল।... পুনর্বাসন প্রক্রিয়ায় চোট থেকে সেরে উঠার চেষ্টা করছে তাসকিন। আমার বিশ্বাস হয়তো ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে ফিট হয়ে উঠবে।” 

এদিকে, তাসকিনের সঙ্গে সর্বশেষ শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের দল থেকে থেকে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। 

ভারতের উত্তরখণ্ড রাজ্যের রাজধানী দেরাদুনে আগামী ৩, ৫ ও ৭ জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ তিনটি খেলবে বাংলাদেশ। এজন্য চলতি বছরের ২৯ মে ঢাকা ছাড়ার কথা টাইগারদের।

বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর