২০ মে, ২০১৮ ১৮:২৯

শুরুটা ভালো হলেও শেষটা...

অনলাইন ডেস্ক

শুরুটা ভালো হলেও শেষটা...

ফাইল ছবি

সাত ম্যাচ পর দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে মুম্বাইয়ের একাদশে মুস্তাফিজ। বাংলাদেশি দর্শকরা আশায় বুক বেঁধে ছিল এবার হয়তো বসিয়ে রাখার জবাব দেবেন কাটার মাস্টার। ইনিংসের চতুর্থ ওভারে মুস্তাফিজের হাতে বল তুলে দেন রোহিত শর্মা। শুরুটাও করেন দুর্দান্ত। প্রথম বলেই উইকেট! তবে রান আউট বলে উইকেটটা মুস্তাফিজের নামের পাশে যোগ হলো না। তাতে কি বাংলাদেশি তারকার ওই ওভার থেকে যে দিল্লির ব্যাটসম্যানরা নিতে পারলেন মাত্র ৩ রান। পরের ওভারটাও খারাপ করেননি মুস্তাফিজ। এবার দিলেন ৭ রান। মানে দুই ওভারে ৫ গড়ে ১০ রান।

এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু ভাগ্য মুস্তাফিজের পক্ষে গেল না পরের ওভার থেকে। ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসে ব্যয়বহুল ১৩টি রান দিলেন। আর ইনিংসের ১৮ এবং নিজের শেষ ওভারে দিলেন আরও ১১টি রান। মোট ৩৪। ওভারপ্রতি রান ৮.৫। শেষটা এমন না হলে প্রত্যাবর্তনটা কিছুটা হলে স্মরণীয় করে রাখতে পারতেন মুস্তাফিজ। কারণ প্রথম দিকে তার বল খেলতে বিভ্রান্তিতে পড়তে দেখা গেছে দিল্লির সেরা তারকা দুই গ্লেন ম্যাক্সওয়েল ও রিশাব প্যান্টকে। তারপরও বাংলাদেশি দর্শকদের একটা আপসোস যদি অন্তত একটি উইকেট মুস্তাফিজের নামের পাশে যোগ হতো, তাহলে হয়তো নামের প্রতি কিছুটা হলেও সুবিচার করতে পারতেন কাটার মাস্টার।
  
বিডি-প্রতিদিন/২০ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর