২২ মে, ২০১৮ ১৩:২০

'ব্যক্তিগতভাবে আমি টস প্রথা বিলুপ্তির বিরুদ্ধে'

অনলাইন ডেস্ক

'ব্যক্তিগতভাবে আমি টস প্রথা বিলুপ্তির বিরুদ্ধে'

ফাইল ছবি

চলতি মাসের শেষ দিকে ভারতের মুম্বাইতে বসছে আইসিসির সভা। সেখানেই হয়তো টেস্ট ক্রিকেটে ঐতিহ্যবাহী টস প্রথা বিলুপ্তির সিদ্ধান্ত আসবে। তবে এমন এমন প্রস্তাবের বিরুদ্ধে হাঁটছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। তিনি তার স্বদেশী বিশেন সিং বেদি ও দিলিপ ভেংসরকারের সঙ্গে একমত পোষন করে ঐতিহ্যবাহী টস প্রথায় থাকতে চান।

মূলত ঘরের মাঠে স্বাগতিক দেশ বেশি সুবিধে পায় বলেই এমন পথে হাঁটতে চাইছে ক্রিকেটের সবচেয়ে বড় এই সংস্থাটি।

এ ব্যাপারে গাঙ্গুলি বলেন, ‘এটা আসলে দেখার বিষয় এটি বাস্তবায়ন হয় কিনা? তবে ব্যক্তিগতভাবে আমি টস প্রথা বিলুপ্তির বিরুদ্ধে।’

উল্লেখ্য, এর আগে আইসিসির ইঙ্গিতে জানা যায়, টস না করে সফরকারী দেশ নির্ধারণ করবে তারা ফিল্ডিং করবে না ব্যাটিং। কেননা সম্প্রতি স্বাগতিক দেশগুলো দেশের মাঠ ও পিচকে পুরোপুরি নিজেদের মতো করে সাজিয়ে রাখে। ফলে সফরকারীদের অবস্থা হয় বেহাল।

বিডি প্রতিদিন/ ২২ মে ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর