২২ মে, ২০১৮ ১৩:৩৩

আর্সেনালের কোচ হচ্ছেন উনাই এমেরি

অনলাইন ডেস্ক

আর্সেনালের কোচ হচ্ছেন উনাই এমেরি

ফাইল ছবি

আর্সেনালের নতুন কোচ হতে যাচ্ছেন পিএসজির সাবেক ম্যানেজার উনাই এমেরি। আর্সেন ভেঙ্গারের উত্তরসূরি হিসেবে সম্ভাবনায় এগিয়ে ছিলেন ম্যানচেস্টার সিটির সহকারী কোচ মিকেল আর্তেতা। তবে সোমবার বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, প্রিমিয়ার লিগের দলটির কোচ হতে যাচ্ছেন এমেরি। ব্রিটিশ গণমাধ্যমগুলো এসব তথ্য নিশ্চিত করেছে। 

এমেরি ২০১৬ সালে পিএসজির দায়িত্ব নেওয়ার পর গত দুই মৌসুমে দলটিকে এবারের লিগ ওয়ানসহ মোট পাঁচটি শিরোপা জেতান। চুক্তি শেষে এ মৌসুমে ফরাসি ক্লাবটির দায়িত্ব ছাড়েন ৪৬ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

এর আগে সেভিয়াকে টানা তিনটি উয়েফা ইউরোপা লিগের শিরোপা জিতিয়েছিলেন এমেরি।

আর্সেনাল কর্তৃপক্ষ আগামী কয়েক দিনের মধ্যে এমেরিকে নিয়োগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিবে বলে সূত্রে জানা গেছে।   

বিডি প্রতিদিন/২২ মে ২০১৮/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর