২৪ মে, ২০১৮ ০৪:০২

এক নজরে ডি ভিলিয়ার্সের যত রেকর্ড

অনলাইন ডেস্ক

এক নজরে ডি ভিলিয়ার্সের যত রেকর্ড

বিশ্বকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তার এমন সিদ্ধান্তে স্তব্ধ পুরো ক্রিকেট মহল।

অবসরের ব্যাপারে এবিডি জানিয়েছেন, তিনি ক্লান্ত। তাই ক্রিকেটকে এবার বিদায় জানাতে চান। কিন্তু যার ডায়রিতে এত সব দুর্দান্ত রেকর্ড রয়েছে তিনি এত সহজে ক্লান্ত হয়ে গেলেন? ভক্তরা ডি ভিলিয়ার্সের এই সিদ্ধান্তকে যেন কিছুতেই মানতে পারছে না। 

এক ঝলকে দেখে নেওয়া যাক আন্তর্জাতিক ক্রিকেটে কী রেকর্ড রয়েছে এবি'র ডায়রিতে-


* একদিনের ক্রিকেটে দ্রুততম হাফসেঞ্চুরির মালিক। মাত্র ১৬ বলে ৫০ করেছিলেন ডি ভিলিয়ার্স।

* একদিনের ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও এবি'র। ৩১ বলে ১০০ করেছিলেন তিনি।

* একদিনের ক্রিকেটে ৬৪ বলে ১৫০ রান করে নামের পাশে আরও একখানা রেকর্ড লিখে রেখেছেন এবিডি।

* দক্ষিণ আফ্রিকায় হয়ে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান তার (২৭৮*)।

* দু'বার দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এবিডি (২০১৪, ২০১৫)।

* বিশ্ব ক্রিকেটে দু'নম্বরে থেকে খেলা ছাড়লেন এবিডি।

* জ্যাক ক্যালিসের পর দক্ষিণ আফ্রিকা ক্রিকেটে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী (৯৫৭৭)। 

বিডি প্রতিদিন/ ২৪ মে ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর