২৭ মে, ২০১৮ ১৪:৫০

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের কোচ ওয়ালশ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের কোচ ওয়ালশ

ভারতের দেরাদুনে জুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। এই সিরিজে টিম বাংলাদেশের প্রধান কোচের ভূমিকায় দেখা যাবে কোর্টনি ওয়ালশকে। এমন সিদ্ধান্তের কথা সকলের জানা থাকলেও এবার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সিরিজের জন্য ওয়ালশকে কোচ করলো।

এর আগে নিদাহাস ট্রফিতেও টাইগারদের প্রধান কোচের ভূমিকায় কাজ করেছেন এই ক্যারিবিয়ান। 

এছাড়াও কোচিং স্টাফদের মধ্যে খালেদ মাহমুদ সুজন তার আগের পদ টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন। শুধু পরিবর্তন হয়েছে ফিল্ডিং কোচিংয়ে। সদ্য বিদায়ী রিচার্ড হ্যালসলের বিকল্প পাওয়া যায়নি বলে এই সিরিজে ফিল্ডিং কোচ হিসেবে টাইগারদের সঙ্গে কাজ করবেন সোহেল ইসলাম।

এ সিরিজে অংশ নিতে আগামী ২৯ মে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে সাকিব আল হাসান ও তার দল। আগামী ৩, ৫ ও ৭ জুন ভারতের দেরাদুনে দিবা-রা‌ত্রির তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারী বাংলাদেশ।

বিডি প্রতিদিন/ ২৭ মে ২০১৮/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর