২৭ মে, ২০১৮ ১৬:৪৬
বিশ্লেষণ

সাকিব ভালো খেললে ট্রফি জিতবে হায়দরাবাদ

অনলাইন ডেস্ক

সাকিব ভালো খেললে ট্রফি জিতবে হায়দরাবাদ

কলকাতার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আফগান ক্রিকেটার রশিদ খানকে নিয়ে ইতোমধ্যে টানাহেঁচড়া শুরু হয়ে গেছে। তবে আঁড়ালে থেকেও একজন ক্রিকেটার সানরাইজার্স হায়দরাবাদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। তিনি আরও কেউ নন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, সাকিব ভালো খেলা মানে হায়দরাবাদের জয়। না, এটা কারও উচ্চ বাক্য নয়। ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো আজকের ফাইনাল ম্যাচ নিয়ে দুই দলের ক্রিকেটারদের বিশ্লেষণ করতে গিয়ে এমনটাই বলেছে। 

সাকিব সম্পর্কে বিশ্লেষণে বলা হয়, বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিবকে নিয়ে কোনো খারাপ সময় কাটায়নি হায়দরাবাদ। আইপিএলের আগের যে কোনো আসরের চেয়ে বোলিংয়ে এবার সবচেয়ে সফল সাকিব। যা আগের সর্বোচ্চ ১২টি উইকেট ছাড়িয়ে এবার আরও দুটি বেশি উইকেট নিজের দখলে নিয়েছেন তিনি। হায়দরাবাদ যেসব ম্যাচে জয় পেয়েছে সেই ম্যাচগুলোতে ১৯.৬ গড়ে ৬.৯ ওভার প্রতি রান দিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। পক্ষন্তরে বিশ্বসেরা অলরাউন্ডার যখন খারাপ খেলেছে তখন তার দল হেরেছে। তাই যদি কারও সহজাত প্রবৃত্তি বলে হায়দরাবাদ ট্রফি জিতবে, তাহলে সাকিবকে দলে নিন। 

ওপরের বিশ্লেষণ বলে, আজ যদি সাকিব জ্বলে উঠতে পারে, তবে ট্রফি উঠবে হায়দরাবাদের হাতে। এর আগে, মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০১৬ সালে ট্রফি ঘরে তুলেছিল হায়দরাবাদ।

বিডি-প্রতিদিন/২৭ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর