২৮ মে, ২০১৮ ১০:০২

বিশ্বকাপে খেলতে পারবেন কি না জানালেন সালাহ

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে খেলতে পারবেন কি না জানালেন সালাহ

রিয়াল মাদ্রিদের বিপক্ষে শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহ। এরপর বিশ্বকাপে তার অংশ নেওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও বিশ্বকাপের আগে সুস্থ হয়ে মাঠে ফিরে আসতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন সালাহ।

ফাইনালের ম্যাচ শেষে রেডস ম্যানেজার জার্গেন ক্লপ গণমাধ্যমের কাছে বিশ্বকাপে তার খেলা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। কিন্তু মিশরীয় ফুটবল এসোসিয়েশন টুইটারে দেয়া এক বার্তায় অন্য কথা জানিয়েছে। তাদের মতে লিভারপুলের মেডিকেল দলের কাছ থেকে যা তথ্য পাওয়া গেছে তার ফলশ্রুতিতে সালাহ সময়মতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। 

রবিবার সারা দিনই সালাহ’র ইনজুরি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, এ ব্যাপারে বার্তাও এসেছে ভিন্ন ভিন্ন। সৌদি আরব স্পোর্টস অথরিটির চেয়ারম্যান ও ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের সভাপতি টার্কি আল-শেখ দাবী জানিয়েছেন ইনজুরির কারণে দুই মাস সালাহকে মাঠের বাইরে থাকতে হবে। তবে সালাহ নিজে বিষয়টি নিয়ে টুইটারে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টার করেছেন। একইসাথে তিনি সকলের কাছে দোয়াও প্রার্থনা করেছেন। 

২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, ‘এটা সত্যিকার অর্থেই বেশ কঠিন একটি রাত ছিল। কিন্তু আমি একজন লড়াকু। সব কিছুকে পিছনে ফেলে রাশিয়ায় খেলার ব্যপারে আমি আত্মবিশ্বাসী। আমি মিশরকে গর্বিত করতে চাই। তবে এই মুহূর্তে সকলের সমর্থন জরুরী, যা আমাকে শক্তি যোগাবে।’

আগামী ১৫ জুন উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে মিশর। 'এ' গ্রুপে সালাহদের বাকি দুই প্রতিপক্ষ সৌদি আরব ও স্বাগতিক রাশিয়া। 


বিডি-প্রতিদিন/২৮ মে, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর