২৮ মে, ২০১৮ ১০:১০

ব্রিটিশ কাউন্টিতে আফগান তারকা মুজিব

অনলাইন ডেস্ক

ব্রিটিশ কাউন্টিতে আফগান তারকা মুজিব

ফাইল ছবি

এবার ব্রিটিশ কাউন্টিতে নিজেকে প্রমাণ করার সুবর্ণ সুযোগ পেলেন মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করা আফগান তারকা মুজিব উর রহমান৷ সব থেকে কম বয়সী আন্তর্জাতিক ক্রিকেটার হিসাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগ খেলা আফগান স্পিনার মুজিব উর রহমানকে আসন্ন টি-২০ মৌসুমের জন্য দলে নিল হ্যাম্পশায়ার৷

একা মুজিবকেই নয়, টি-২০ ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ার সই করিয়েছে কিউয়ি ওপেনার কলিন মুনরোকেও৷ মুজিবকে গোটা টি-২০ টুর্নামেন্টে দলে পেলেও মুনরোকে ছেড়ে দিতে হবে ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের আগে৷

আন্তর্জাতিক ক্রিকেটমহলে মুজিব পরিচিত হয়ে উঠছেন তাঁর বৈচিত্র্যের জন্যই৷ অফ-ব্রেক ছাড়া লেগ স্পিনটাও করতে পারেন তিনি৷ এপর্যন্ত ১৫টি ওয়ান ডেতে ৩৫টি উইকেট নিয়েছেন ১৭ বছরের আফগান তরুণ৷ ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে তার শিকার ২টি৷ চলতি আইপিএলের ১১ ম্যাচে ২০.৬৪ গড়ে ১৪টি উইকেট দখল করেছেন মুজিব৷ ইকনমি রেট ৬.৯৯৷ স্বাভাবিকভাবেই টি-২০ ক্রিকেটে কদর বাড়ছে তার৷

হ্যাম্পশায়ারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর মুজিব বলেন, ‘ইংল্যান্ডে গিয়ে ঘরোয়া ক্রিকেট খেলার সুযোগ পাওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের৷ কাউন্টি ক্রিকেটে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি৷ আমার ক্যারিয়ারের অন্যতম বড় চ্যালেঞ্জ হতে চলেছে৷ আশা করি নিজের পারফরম্যান্স দিয়ে দলকে সাহায্য করতে পারব৷’


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর