২৯ মে, ২০১৮ ০১:১০

'আমি এখনও শতভাগ ফিট নই'

অনলাইন ডেস্ক

'আমি এখনও শতভাগ ফিট নই'

সংগৃহীত ছবি

ঘণ্টা বাজছে ফুটবল বিশ্বকাপের৷ সেই বিশ্বকাপের অন্যতম পোস্টার বয় তিনি৷তাই তাঁকে ঘিরে ইতিমধ্যেই পারদ চড়ছে৷ সুইজারল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের বিশ্বকাপ অভিযানের ম্যাচে তাঁর মাঠে নামা নিয়ে আশায় বুক বাঁধছেন কোটি কোটি ফুটবলভক্ত৷যাকে নিয়ে এত আলোচনা, সেই নেইমার কিন্তু পুরোপুরি সুস্থ নন৷

রবিবার নিজেই জানিয়েছেন সেকথা৷নেইমার বলেছেন, ‘আমি এখনও একশো শতাংশ ফিট নই, পুরোপুরি ফিট হতে আরও কিছুটা সময় লাগবে৷’ তাঁর এমন মন্তব্যের পর নেইমারের মাঠে নামা নিয়ে ফের ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিশ্বকাপ অভিযানে নামার আগে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ব্রাজিল৷ বিশ্বকাপ মহড়ার সেই ম্যাচে পাওয়া যাবে তো নেইমারকে? সেই প্রশ্নই এখন ব্রাজিল ভক্তদের মনে ঘুরপাক খাচ্ছে৷
 
রবিবার রিও থেকে ইংল্যান্ড রওনা দিয়েছে টিম ব্রাজিল৷ এয়ারপোর্টে ব্রাজিলের সংবাদমাধ্যমকে নেইমার জানিয়েছেন, ‘শারীরিকভাবে আমি সুস্থ৷ পায়ের সমস্যাও সেরে গিয়েছে, কিন্তু কিছুটা হলেও এখনও অস্বস্তি রয়েছে৷ সেটাই এখনও আমায় ভোগাচ্ছে৷’ সঙ্গে নেইমার আরও জানিয়েছেন, ‘আমি এখনও একশো শতাংশ সুস্থ নই৷ বিশ্বকাপ শুরুর এখনও বেশ কিছুদিন বাকি রয়েছে৷ এর মধ্যেই নিশ্চয় পুরোপুরি ফিট হয়ে উঠতে পারব বলে আশা রাখছি৷’

লিভারপুলে ৩ জুন ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলেবে ব্রাজিল৷চোট পাওয়ার পর মাঠে নামলে সেটাই হবে তাঁর প্রত্যাবর্তন মঞ্চ৷শেষবার ফেব্রুয়ারিতে পিএসজি’র হয়ে মার্সেইয়ের বিরুদ্ধে ফরাসি লিগের ম্যাচে পায়ের গোড়ালিতে চোট পান নেইমি৷অস্ত্রোপচারের পর দীর্ঘদিন বিশ্রামে থেকে সম্প্রতি ট্রেনিংয়ে যোগ দিয়েছেন, দলের সঙ্গে প্রস্তুতিতে দেখা গিয়েছে তাঁকে৷

শেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে কলম্বোর বিরুদ্ধে ম্যাচে পিঠে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন৷এরপর নেইমারবিহীন ব্রাজিলকে সেমিফাইনালে জার্মানরা ৭-১ গোলে হারায়৷সেই যন্ত্রণা এখনও ভোলেননি ব্রাজিলিয়ান৷তাই নেইমার বলেছেন, ‘বিশ্বকাপ খেলাটা আমার স্বপ্ন৷ আশা করি ফের স্বপ্নভঙ্গ হবে না৷’


বিডি প্রতিদিন/২৮ মে ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর