১৫ জুন, ২০১৮ ০২:৩৪

ঐতিহাসিক আফগান টেস্টে শক্ত অবস্থানে ভারত

অনলাইন ডেস্ক

ঐতিহাসিক আফগান টেস্টে শক্ত অবস্থানে ভারত

সংগৃহীত ছবি

বাতাসে ফুটবল বিশ্বকাপ যুদ্ধের গন্ধ৷ সেই আবহেই নিরামিষ টেস্টে নজর কাড়লেন আফগানরা৷ ঐতিহাসিক টেস্ট অভিষেকের প্রথম দিনে ৩৪৭ রান খরচ করে ভারতের ছয় ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন রশিদ-মুজিবরা৷ 

অজিংকা রাহানের ভারতের বিরুদ্ধে হুল ফোটাতে না পারলেও তাদের মধ্যে ভবিষ্যতের রসদ যে রয়েছে তার ইঙ্গিত দিয়ে রাখল আফগানিস্থান৷ দুই সেশন হাত খুলে রান খরচ করলেও শেষবেলার রাহানেদের রক্তচাপ বাড়িয়ে দিতে সক্ষম আফগান বোলিং৷ নবাগতদের দুরন্ত ফিল্ডিংও মন কাড়ল বলা চলে৷
 
দিনের প্রথম সেশনে ভারতের ইনিংসের শক্ত ভিত গড়ে দেন শিখর৷ প্রথম ভারতীয় হিসেবে লাঞ্চের আগে সেঞ্চুরি করে নজির গড়েন তিনি৷ ৮৭ বলে ১৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ব্যক্তিগত শতরান পূর্ণ করে ইতিহাসে জায়গা করে নেন বাঁ-হাতি ভারতীয় ওপেনার৷ তিনিই প্রথম ভারতীয় ব্যাটসম্যান, যিনি প্রথম দিনে লাঞ্চের আগেই তিন অঙ্কের রানে পৌঁছে যান৷

দিনের প্রথম সেশনে একশোর বেশি রান করা ক্রিকেটারের সংখ্যা নেহাৎ কম নেই৷ তবে প্রথম দিনের প্রথম সেশনে শতরান করা ষষ্ঠ ক্রিকেটার হলেন ধাওয়ান৷ তিনি বসে পড়লেন ট্রাম্পার, ম্যাকার্টনি, ব্র্যাডম্যান, মজিদ খান ও ডেভিড ওয়ার্নারের সঙ্গে একাসনে৷ ধাওয়ানের ইনিংস থামে ১০৭ রানে৷

পরের দিকে মুরলি বিজয় তুলনায় আক্রমণাত্মক ব্যাটিং করেন৷ ১৫৩ বলে তার ইনিংস সাজানো ১০৫ রান দিয়ে৷ লোকেশ রাহুল থামলেন ৫৪ রানে৷ অধিনায়ক রাহানে ১০ রানে প্যাভিলিয়নে ফিরে হতাশ করলেন৷ দিনের শেষবেলায় ৪ রানে রান-আউটের শিকার দীনেশ৷ অশ্বিনের সঙ্গে ক্রিজে রয়েছেন হার্দিক পান্ডিয়া৷ দুই ওপেনারের শতরানে ভর করে ছয় উইকেট হারিয়ে প্রথম দিন ৩৪৭ রান তুলেছে কোহলিহীন ভারত৷

নিয়ন্ত্রিত বোলিং করে এদিন রাহানের উইকেট তুলে নিয়েছেন রশিদ৷ অন্য আফগান বোলারদের মধ্যে পেসার ইয়ামিন আহমাদজাই দুটি উইকেট পেয়েছেন৷
                                                  


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর