১৯ জুন, ২০১৮ ১১:৪৩

সেন্ট লুসিয়া টেস্টে উইন্ডিজ-শ্রীলঙ্কার ড্র

অনলাইন ডেস্ক

সেন্ট লুসিয়া টেস্টে উইন্ডিজ-শ্রীলঙ্কার ড্র

সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার পেসারদের দারুণ বোলিংয়ের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েটের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ সেশনে জমে উঠেছিল সেন্ট লুসিয়া টেস্ট। কিন্তু বৃষ্টি আর আলোক স্বল্পতার জন্য অনেকটা সময় নষ্ট হওয়ায় উত্তেজনা জাগিয়ে ড্র হলো ম্যাচটি। 

সিরিজ জয়ের জন্য ২৯৬ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেটে করে ১৪৭ রান। ওপেনার ব্র্যাথওয়েট ১৭২ বলে অপরাজিত থাকেন ৫৯ রানে। অধিনায়ক হোল্ডার ২০ বলে করেন ১৫ রান।

রবিবার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটে ৩৩৪ রান নিয়ে দিন শুরু করে ৩৪২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ইনিংসে ৬২ রানে ৮ উইকেট নেন গ্যাব্রিয়েল। ম্যাচে ১২১ রানে নিলেন ১৩ উইকেট। টেস্টে এটাই তার সেরা বোলিং। 
 
তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। আগামী শনিবার বার্বাডোজে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর